নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানকে নীতিমালা ও নিয়মাবলি মেনে চলতে হবে।

আবেদনপত্র অমর একুশে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটি যাচাই-বাছাই করে ৯ জানুয়ারি অনলাইনে প্রকাশ করবে।
বরাদ্দপ্রাপ্ত স্টলের ভাড়া ব্যাংকে জমা দিয়ে জমার রসিদ ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে আপলোড করতে হবে। ১ কপি প্রতিষ্ঠানের নামসহ একাডেমির বিক্রয় ও বিপণন উপবিভাগে জমা দিতে হবে। যেসব প্রতিষ্ঠানের স্টল ভাড়া উপযুক্ত সময়ের মধ্যে জমা হবে না, সেসব প্রতিষ্ঠানের নাম লটারির তালিকার বাইরে থাকবে।
ভাড়া বাবদ প্রদেয় টাকা অগ্রণী ব্যাংক পিএলসির যে কোনো অনলাইন শাখা থেকে অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলা একাডেমি শাখার ‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৪০৪৯২৩১’-এ জমা দিতে হবে। টাকা জমা রসিদে প্রতিষ্ঠানের নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর থাকা অপরিহার্য।
অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানক ‘অমর একুশে বইমেলা ২০২৫’-এর নীতিমালা ও নিয়মাবলি মেনে চলতে হবে। এই নীতিমালা ও নিয়মাবলি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন