সারা দেশে অপারেশন ডেভিল হান্টে নতুন করে আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ১৫ দিনে সারা দেশে এই অভিযানে মোট ৮ হাজার ৭৯ জনকে গ্রেপ্তার করা হলো।
গতকাল শুক্রবা বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৫৭২ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৩৪১ জন।
অভিযানে আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশে তৈরি একটি একনলা বন্দুক, দুইটি কার্তুজ, চারটি রামদা, দুইটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি ও একটি কেঁচি।এর আগে, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন, যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম কাশেম খান।