প্রায় ৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে আর থাকছে না রাজধানীর ঐতিহ্যবাহী ৭ কলেজ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাদের দাবি মেনে নিয়ে এ কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মানজনকভাবে পৃথক করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে সরকারি সাত কলেজের শিক্ষার্থী ভর্তি বন্ধ হচ্ছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাবি অধিভুক্ত এ সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
উচ্চশিক্ষার মান বৃদ্ধি, দীর্ঘ সেশনজট ও ভোগান্তি কমাতে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাবির অন্তর্ভুক্ত করা হয়। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল। একীভূত করার পর থেকেই এ ইস্যুতে পক্ষে-বিপক্ষে রাজপথে আন্দোলন হয়েছে। অনেকেই নানা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। আবার অনেকেই বলছেন, যে সংকটগুলো নিরসনে কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি, পূরণ হয়নি লক্ষ্যও। উল্টো জটিল হয়েছে সংকট।
বিশেষ করে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে এক ধরনের অসন্তোষ ও সুফল নিয়ে যেমন ছিল শষ্কা ছিল। বিশেষ করে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব ও সমস্যা বেড়েছে বহুগুণে। তেমনি পরীক্ষা পদ্ধতি সেশনজটসহ নানা সংকটে জর্জরিত ছিল একাডেমিক কার্যক্রম। ফলে শিক্ষার্থীদের যেমন বিড়ম্বনায় পড়তে হয়, তেমনি কয়েক লাখ শিক্ষার্থীর কার্যক্রম চালাতে গিয়েও হিমশিম খেতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও। এ ছাড়া নানা সময়ে শিক্ষার্থীদের সংঘর্ষ-সংঘাত ও ভাঙচুরসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এমনকি বিভিন্ন সময়ে মামলার ঘটনাও ঘটেছে।
নানা জটিলতার পর অবশেষে আট বছর পর সেই সম্পর্কের ইতি টানল ঢাকা বিশ্ববিদ্যালয়। সংঘর্ষের মাধ্যমে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটল ঢাবি ও সাত কলেজের। তাই ভর্তি প্রক্রিয়াসহ নানা সংকট আরও ঘনীভূত হবে বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা।
অবশেষে আলাদা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ
আরও পড়ুন
২৪ ঘন্টায় চট্টগ্রামে আ.লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল-আর্জেন্টিনার।
নোয়াখালীতে ৫ দিনে আ.লীগের ৫৬ নেতাকর্মী গ্রেপ্তার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষা আজ।
টঙ্গীতে কাঁচা বাজার ও তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড।
স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল জামায়াত।