নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

অবশেষে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা।

বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন ‘বিএনপিনেতা’ তহমুল ইসলাম মাজহারুল । এ মামলার মাধ্যমে প্রথমবারের মতো কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আ: হামিদকে আসামি করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় মোট ১১টি মামলাসহ জেলায় প্রায় অর্ধশত রাজনৈতিক মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৪ হাজার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে।

মামলার বাদী তহমুল ইসলাম মাজহারুল জানান, ‘তিনি বিএনপির একজন কর্মী। ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের তালিকায় তার নাম রয়েছে। আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলা দায়ের করেছেন।’

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

আরও পড়ুন