আন্তজার্তিক ডেস্ক:
মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলির ঘটনায় অন্তত দশজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটার দিকে ড্রায়ার্স্যুটজেনগাসে হাই স্কুলে এ গুলির ঘটনা ঘটে বলে তার বরাত দিয়ে জানিয়েছে অস্ট্রিয়ার বার্তা সংস্থা এপিএ। নিহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থীরাও রয়েছে।
হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।হামলাকারী ওই স্কুলের বর্তমান বা সাবেক শিক্ষার্থী কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের শঙ্কা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাজ রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। বিওআরজি ড্রায়ার্স্যুটজেনগাসে স্কুলটি গ্রাজ রেলওয়ে স্টেশনের খুব কাছেই অবস্থিত।
বিবিসি জানিয়েছে, ঘটনার পর থেকে স্কুলটিতে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নিহতদের মধ্যে অন্তত সাতজন স্কুল শিক্ষার্থী বলে জানিয়েছে এপিএ। তবে এখন পর্যন্ত পুলিশ হতাহতদের পরিচয় প্রকাশ করেনি।
পুলিশ বলেছে, তারা হামলা ও জিম্মি পরিস্থিতিতে বিশেষজ্ঞ কোবরা ট্যাকটিকাল ইউনিটকে ঘটনাস্থলে মোতায়েন করেছে।ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালগুলোর জন্য দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।
স্কুলে হামলার খবর পেয়ে চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার তারা দিনের বাকি সব অ্যাপয়ন্টমেন্ট বাতিল করেছেন বলে জানিয়ছে অস্ট্রিয়ার সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলের পথে রওনা দিয়েছেন।