নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিচারপ্রার্থী মানুষের কল্যাণে, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ। অভিনেত্রী হুমায়রার মরদেহ গ্রহণ করতে চায় না পরিবার। হয়রানিমূলক মামলা-গ্রেপ্তার ঠেকাতে ফৌজদারি কার্যবিধি সংশোধনের অধ্যাদেশ জারি। অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শেখ হাসিনার কন্যাকে। মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা।। ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড়বোন নিহত, নিখোঁজ ছোটবোন। বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত। নিউইয়র্কে বাঙালিয়ানা—কনস্যুলেটের আয়োজনে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন। সংসদ নির্বাচনে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে : বিজিবি মহাপরিচালক। ইতিহাসের বিশেষ ১টি সময় অতিবাহিত করছি: জামায়াত সেক্রেটারি।

অস্ট্রেলিয়ান ওপেনে সোয়াইতোলিনা-মঁফিস দম্পতির ইতিহাস।

রবিবার ১৯ জানুয়ারি ২০২৫

ম্যাচ শেষে জয়োল্লাসে স্বামী-স্ত্রীর উষ্ণ আলিঙ্গন।

অস্ট্রেলিয়ান ওপেনে এক অনন্য রেকর্ড গড়েছেন টেনিস তারকা দম্পতি এলিনা সোয়াইতোলিনা ও গেল মঁফিস। গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দম্পতি একই দিনে পরপর বিশ্বের একই ক্রমতালিকায় থাকা দুই খেলোয়াড়কে পরাজিত করলেন।

ঐতিহাসিক এই মুহূর্তের গল্প শুরু করেন মঁফিস। মার্গারেট কোর্টে তার প্রতিপক্ষ ছিলেন চতুর্থ বাছাই আমেরিকার টেলর ফ্রিৎজ। প্রথম সেটে পিছিয়ে পড়লেও (৩-৬) মঁফিস দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান এবং পরের তিনটি সেটে (৭-৫, ৭-৬, ৬-৪) ম্যাচটি জিতে নেন। ৩৮ বছর বয়সী এই ফরাসি তারকা গ্র্যান্ড স্ল্যামে নতুন রেকর্ড গড়েন, যিনি প্রথম পাঁচের মধ্যে থাকা কোনো খেলোয়াড়কে হারানো সবচেয়ে প্রবীণ খেলোয়াড়।

মঁফিসের এই রোমাঞ্চকর জয়ের পরপরই কোর্টে নামেন তার স্ত্রী ইউক্রেনের টেনিস তারকা এলিনা সোয়াইতোলিনা। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইটালির চতুর্থ বাছাই জেসমিন পাওলিনি। প্রস্তুতির ফাঁকেও মঁফিসের ম্যাচের প্রতি নজর রাখছিলেন সোয়াইতোলিনা। স্বামীর জয়ের পর তার আনন্দ ছিল চোখে পড়ার মতো। সোয়াইতোলিনা নিজেও অনুপ্রাণিত হয়ে খেলায় নামেন। প্রথম সেটে হারলেও (২-৬) দারুণভাবে ফিরে এসে পরের দুই সেটে (৬-৪, ৬-০) জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে কোর্টের পাশে দাঁড়িয়ে থাকা মঁফিসের সঙ্গে সোয়াইতোলিনার উষ্ণ আলিঙ্গন এই জয়ের মুহূর্তকে আরও হৃদয়গ্রাহী করে তোলে। এটি শুধুই তাদের খেলার নয়, বরং ভালোবাসা, সমর্থন এবং পারস্পরিক অনুপ্রেরণার এক সুন্দর উদাহরণ হয়ে রইল।

 

 

আরও পড়ুন