সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে আহত করার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। তবে এই আসামিকে ছিনিয়ে নিতে গত ২৪ জানুয়ারি নিউমার্কেট থানায় হামলা করে ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটে। অপরদিকে গত শুক্রবার রাতে রূপনগর দিয়াবাড়ী সিটি কলোনি এলাকায় মিলন (২২) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ছাড়া রাজধানী ও বিভিন্ন প্রবেশমুখে ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। প্রকাশ্যে চলছে চাঁদাবাজি। অপরাধীদের এমন সক্রিয়তা ও অপরাধ বেড়ে যাওয়ার কারণে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে রাজধানীসহ দেশের মানুষ। দিনের বেলায় জনমানুষের চলাচল স্বাভাবিক থাকলেও অপরাধীদের দৌরাত্ম্যের কারণে রাতের নগরী যেন আরও বেশি ভয়ানক হয়ে উঠছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে অপরাধীরা ধরা পড়ছেন। তবে ঘটনা সংঘটিত হওয়ার আগে পুলিশ অপরাধ ও অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে পারছে না বলে অভিযোগ জনমানুষের।
রাজধানীর বাসিন্দাদের অভিযোগ, যে যেমন পারছে লুটে নিচ্ছে। ছিনতাইকারী ছিনতাই করছে। হত্যাকারী ঘটাচ্ছে হত্যাকাণ্ড। এদিকে আসামি ছিনিয়ে নিতে থানায় হামলার মতো ঘটনা ঘটছে। মোটা দাগে বলতে গেলে বর্তমান পরিস্থিতিতে দেশের নাগরিকরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এদিকে পুলিশ বলছে, বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে। পুলিশ তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিও গ্রেফতার করছে। পুলিশ জনমানুষের নিরাপত্তা দিতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিক্ষুব্ধ জনতার আক্রমণের শিকার হয় বাংলাদেশ পুলিশ। এতে ভেঙে পড়ে দেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মনোবল হারান পুলিশ সদস্যরা। ঘাটতি দেখা দেয় নিরাপত্তায়। এসব কারণে বেড়েছে বিভিন্ন অপরাধ, সক্রিয় হয়ে উঠেছে অপরাধীরা।
অপরাধ বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা বলছেন, একটি অপরাধের পেছনের রহস্য ও কারণ আরেকটি অপরাধ থেকে ভিন্ন। সেই ভিন্নতা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতভাগ দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখবে। না হলে বেড়ে যাবে অপরাধ।
গত শুক্রবার ভোরে রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা করে ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী। এ হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ পাঁচ পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। তবে হামলার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।
এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা এবং পুলিশের ওপর হামলাসহ দুই মামলাতেই মিথুনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট, ফার্মগেট, যাত্রাবাড়ী, মিরপুর, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, হাজারীবাগ, চকবাজার, শাহ আলী, এমনকি গুলশানসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে।
সন্ধ্যা নামার পর ছিনতাই আতঙ্ক বাড়ছে নগরীতে। ছিনতাইয়ের ঘটনায় অনেকে গুরুতর আহত হচ্ছেন আবার প্রাণহানিও ঘটছে। এ বিষয়ে পুলিশ বলছে, ঢাকা শহরসহ সারা দেশে বেড়েছে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা।
আতঙ্কে নগরবাসী : কারওয়ান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আমান রহমান। মোহাম্মদপুরের চাঁদনগর এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। প্রতিদিন অফিসের কাজ শেষ করে বের হতে সন্ধ্যা হয়ে যায়। তার বাসায় পৌঁছুতে রাতও হয়ে যায়। তিনি বলেন, সন্ধ্যার পরই রাস্তায় চলাচল করতে ভয় লাগে। এদিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে চাঁদনগর এলাকায় যেতে এই পথটি রাতে অনেক ঝুঁকিপূর্ণ মনে হয়।
কখন যে ছিনতাইকারীর কবলে পড়তে হয়, কে জানে। তাই প্রতিদিন অফিস থেকে আগে আগে বের হয়ে দ্রুত বাসার দিকে রওনা হয়ে যাই। এভাবে আতঙ্ক নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে আমার। শুধু আমান নয়, তার মতো অনেকেই ছিনতাইকারী আতঙ্ক নিয়ে চলাচল করছেন রাজধানীতে।