মুনিফ আম্মার : এ বছর আপনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের দায়িত্ব পেয়েছেন। নতুন এ দায়িত্ব পেয়ে কেমন অনুভব করছেন?
মাওলানা মামুনুল হক : জি, আলহামদুলিল্লাহ। আসলে দায়িত্বপ্রাপ্তি কোনোভাবেই আনন্দের বিষয় নয়। ইসলাম আমাদের যে শিক্ষা দেয়, সেটা হলো এটা একটা বোঝা। তো সেই দায়িত্বের বোঝা সবাই মিলে আমার ওপর অর্পণ করেছে। আমি বিশ্বাস করি, যেহেতু আমার ব্যক্তিগত কোনো চাহিদা ছিল না এই দায়িত্ব প্রাপ্তির জন্য, এ জন্য আল্লাহপাক রব্বুল আলামীন আমাকে সাহায্য করছেন এবং করবেন। আর আল্লাহর সাহায্য সঙ্গে থাকলে ইনশাল্লাহ আমরা সফলকাম হব।
খেলাফত মজলিসের যাত্রা শুরু আপনার বাবা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের হাত ধরে। এ সংগঠনের মহাসচিবের দায়িত্বে আপনার বড় ভাই মাওলানা মাহফুজুল হক অনেক দিন ছিলেন। আপনিও বাংলাদেশ যুব খেলাফত মজলিসের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবং পরবর্তী সময়ে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। আপনারা দুই ভাই ছাড়া আপনার পরিবারের আর কারা এ সংগঠনে আছেন।