আখাউড়ায় ইয়াবাসহ ২ নারী আট
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে ৩ হাজার আটশো পিস ইয়াবাসহ ২ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকৃতরা হলো মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের তাজুলের স্ত্রী হাসিনা(৩৫) ও একই গ্রামের সাগর মিয়ার স্ত্রী ফাতেমা (৩২)।
আজ বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন
তিনি জানান গোপন সংবাদের মাধ্যমে আখাউড়া থানার এসআই মো. ওয়াসিম বিল্লাহ ও এএসআই মো. ইকবাল হোসাইন ফোর্সসহ মঙ্গলবার রাত উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া স্কুলের সামনে মাদক বিরোধী বিশেষ অভিযানে হাসিনা ও ফাতেমা নামে ২ নারীকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃতদের বুধবার দুপুরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।