নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

আছিয়া,ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

নিউজ ডেস্ক:

শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫

চট্রাম নগরীর লেডিস ক্লাবে আস্তহার্তিক দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় শিশু আছিয়ার ধর্ষকসহ সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেছেন, যে হারে দেশব্যাপী ধর্ষণ–গণধর্ষণের ঘটনা ঘটছে, নারী ও শিশুদের নির্যাতনের খবর বেরুচ্ছে তাতে আমরা শঙ্কিত। বর্তমানে সমাজে ধর্ষণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। এ ধরনের সহিসংতা অবশ্যই বন্ধ করতে হবে। নারী ও শিশুদের সুরক্ষায় রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নারীদের পাশাপাশি পুরুষদেরও ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গত ১২ মার্চ আলোচনা সভা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভানেত্রী খালেদা আউয়াল। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্লাব উপদেষ্টা ড. জয়নাব বেগম, সহ সভানেত্রী পারভিন চৌধুরী, সদস্যা কাজী রুনু বিলকিস ও সদস্যা মর্জিনা আখতার। বিশ্ব নারী দিবসের আয়োজনকে স্বাগত জানিয়ে কথামালায় অংশ নেন, ক্লাবের সহ সভানেত্রী সাবিহা মুসা, সহ সম্পাদিকা মিনু আলম, সহ সম্পাদিকা আক্তার বানু ফ্যান্সী, সহ কোষাধ্যক্ষ হাফসা সালেহ, সহ সাংগঠনিক সম্পাদিকা রোকসানা আকতার চৌধুরী, সদস্যা আফরোজা নাজিম মায়া, মাহমুদা বেগম রুলী, নাছিমা শওকত, সাহানা আখতার বীথি, সুলতানা নুরজাহান রোজী, রেবেকা নাছরীন, লায়লা ইব্রাহিম বানু, মুনিরা হুসনা, মাইনু নিজাম, আফরোজা বুলবুল তাহের, আশরাফুন্নেসা, মনোয়ারা আলম, হাজেরা আলম মুন্নী, সাবিহা হক, আয়েশা পারভীন চৌধুরী, নাজমা সাইদা বেগম, রাহনুমা আলম, রোকেয়া চৌধুরী, রোকেয়া জামান, রওশন আক্তার প্রমুখ। সভা শেষে ক্লাব ও সদস্যাদের ব্যক্তিগত ফান্ড থেকে গরিব ও অসহায় দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সাথে ক্লাবের সদস্যাদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন