নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

আটক সেই ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন:উপদেষ্টা আসিফ মাহমুদ।

আমারদেশ২৪

শুক্রবার ০৭ মার্চ ২০২৫

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছিল। সংগঠনটির এক কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করার সময় লুঙ্গি পরিহিত এক যুককও তার দিকে মারমুখী ভঙ্গিমায় তেড়ে যান। এ ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনেকেই ওই যুবকের সাহসিকতার প্রশংসাও করেন। তবে পরে জানা যায়, সেই যুবককেও আটক করা হয়েছে।

পরে শুক্রবার (৮ মার্চ) বিকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিন্টো রোডের ডিবি অফিস থেকে ওই ব্যক্তিকে ছাড়িয়ে আনে। ডিবি কার্যালয় থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল বিষয়টি নিশ্চিত করেন। তবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

পরে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ওই যুবকের নাম আরমান। তিনি আগে রিকশা চালাতেন। এখন বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার ওপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তী সময়ে সেনা সদস্যরা তাকে আটক করে ডিবিতে সোপর্দ করেন। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

নিজের পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘৫ আগস্টের পর এই জনতাই সব সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতা পূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল।’

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফা’ মিছিল বের করে। পরে তাদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে হিযবুত তাহরীরের অন্তত ১০ সদস্যকে আটক করা হয়। এরমধ্যে ওই আরমানও ছিলেন।

 

আরও পড়ুন