নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

আনোয়ারায় বাজার মনিটরিং অভিযানে ১১ ব্যবসায়ীকে জরিমানা।

আমার দেশ ২৪ ডেস্কঃ

সোমবার ০৩  মার্চ, ২০২৫

আনোয়ারায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাজারের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।গতকাল রবিবার বিকালে উপজেলার প্রাণ কেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। অভিযানে সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।

অভিযান পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা ও ক্রয় রশিদ না রাখাসহ বিভিন্ন কারণে ১১ জন ব্যবসায়ীকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং সকল ব্যবসায়ীকে ক্রয়কৃত পন্যের রশিদ সঙ্গে রাখার জন্য বলা হয়।

এছাড়াও যে সব হোটেল ও রেস্তোরা মালিকগণ ইফতারি সামগ্রী বিক্রয় করার জন্য দোকানের সামনে ফুটপাতের উপরে সামিয়ানা টাঙিয়েছেন তা অতি দ্রুত সরানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, মাহে রমজান মাস উপলক্ষে বাজারে অতিরিক্ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে ফেলে অসাধু ব্যবসায়ীরা। এতে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রথম রোজা থেকে বাজার মনিটরিং অভিযান করা হচ্ছে। এ অভিযান উপজেলার প্রতিটি বাজারে করা হবে।

 

আরও পড়ুন