নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

আমরা বেশি দিন নাই, চোরদেরকে আর নির্বাচিত করবেন না: সাখাওয়াত।

আমরা বেশি দিন নাই, চোরদেরকে আর নির্বাচিত করবেন না: শাখাওয়া
 রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,
twitter sharing button
হয়তো আমরা বেশিদিন নাই। আগে পরে নির্বাচন হবে।দয়া করে চোরদেরকে আর নির্বাচন করবেন না। আপনারা সব দেখেছেন আপনারা নিজেরা জানেন ভালো মানুষ তো ভালো মানুষই যারা আপনাদের পেছনে প্রচুর কাজ করে।
আমি এখানে প্রচারনা চালাতে আসি নি। আমার দুঃখ লাগে এদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই টাকাগুলো দেশে থাকলে আরও অনেক উন্নতি হত। এখন কোনও কাজ করতে গেলে চিন্তা হয় আমার লোকে কী বলে?
আমাদের দুর্নীতি এমন জায়গায় চলে গেছে। যেটাকে আমি যদি বলি নির্মুল করবো পসিবল না। এইটা রক্তের মধ্যে মিশে গেছে। এটা অভ্যাস বলব না কী বলব? এইটা আমাদের উপরে আল্লাহতালার একটা গজব। হাজার হাজার কোটি টাকা নাই।

আরও পড়ুন