আমার দেশ ২৪
রবিবার ০২ ফেব্রুয়ারি ২০২৫
মুক্তাদুল হক আদনানকে পুলিশ থানায় নিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। আদনানের স্ত্রী পুলিশ সুপারের সামনে ঘটনার বিবরণ দিয়ে বলেন, আমার বাচ্চার চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলাম।কসমেটিক সেলাই, ওটি নিয়ে চিকিৎসক নানা রকম কথা বলেন। একপর্যায়ে তিনি আমার নখে আঘাত করেন। তখন আমার স্বামী ক্ষিপ্ত হয়ে বলেন স্ত্রীর গায়ে হাত দিলেন কেন? আমার স্বামী আগে উত্তেজিত হননি। আমার গায়ে হাত দেওয়ার পর তিনি রেগে যান। একজন চিকিৎসক এমন করতে পারেন না। উনারা এখানে যা অভিযোগ করছেন তা মিথ্যা।
রুদ্ধদার বৈঠক শেষে কর্মকর্তারা বের হয়ে যান। এ সময় জানতে চাইলে কোনো কর্মকর্তা কথা বলেননি। বৈঠকের পর জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, ঘটনাটি নিয়ে নিউজ না হোক এটিই সকলে চান। অযথা বিশৃঙ্খলা না হোক সেটা কেউ চাচ্ছে না। আমরা সেভাবে এগোচ্ছি। একপক্ষে তো বিচার হবে না? তদন্ত করে দেখে যেটা হবে সেটা প্রশাসন ব্যবস্থা নেবে এমনটা বলে গেছে। আমরা ওই ডাক্তারকে আলাদা রেখেছি। আমরা চেষ্টা করছি ঠান্ডা মাথায় সব ঠিক করার জন্য।