আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে তাকে প্রথমে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে, পরে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে ২ আদালতই তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেয়ার সময় আতাউল্লাহ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘রোহিঙ্গারা আরাকানের জমি পাবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুস যা করছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি।’বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযানে ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী হত্যাকাণ্ড ও র্যাবের এক সদস্যকে আহত করার ঘটনায় দুটি মামলা রয়েছে।