নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

আসামি ধরতে গিয়ে তোপের মুখে খালি হাতে ফিরল র‌্যাব।

নিউজ ডেস্ক:
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
facebook sharing button
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার এক আসামিকে ধরতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সদস্যরা। এসময় স্থানীয়রা মোটরসাইকেলযোগে সড়কে ব্যারিকেড দিয়ে র‍্যাবের দুটি গাড়ি আটকে দেন এবং শত শত মানুষ অবরোধ করেন। ফলে আসামিকে কাছে পেয়েও আটক না করেই খালি হাতে ফেরেন তারা।গতকাল সোমবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করতে র‍্যাব-৭ এর সদস্যরা রাঙ্গুনিয়ায় অভিযানে যান। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি নিজাম উদ্দিনের নেতৃত্বে তারা রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন মোড় এলাকায় অভিযান শুরু করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। জনতা সড়ক অবরোধ করে র‌্যাবের গাড়ি চলাচল আটকে দেয়। তারা র‌্যাবের গাড়িতে হামলার চেষ্টা করে। এমন পরিস্থিতির মুখে র‌্যাব সদস্যরা জাহাঙ্গীরকে গ্রেপ্তার না করে ফিরে যেতে বাধ্য হয়।
প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশাচালক আলম শাহ জানান, শত শত মানুষ সড়কে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দেয়। সঙ্গে সঙ্গে শতশত মানুষ সড়কে নেমে আসে। এতে সড়কে র‍্যাবের দুটি গাড়ি আটকে পড়ে। সাধারণ মানুষ র‍্যাবের ওপর হামলার চেষ্টা চালায়। একপর্যায়ে র‍্যাব আসামি না ধরেই ফিরে গেলে সাধারণ মানুষ সড়ক থেকে সরে যায়।
জানতে চাইলে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফফর হোসেন কালবেলাকে বলেন, আমাদের র‍্যাবের সদস্যরা এক আসামি ধরতে গিয়েছিলেন। আসামিকে প্রায় ধরে ফেলার মুহূর্তে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি বুঝতে পেরে সেখানে যাওয়া র‌্যাব সদস্যরা ফিরে এসেছেন। আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমরাও হাল ছাড়ছি না।
তবে এ ঘটনায় র‌্যাব সদস্য কিংবা স্থানীয় লোকজন কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আরও পড়ুন