নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ইপিজেডে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, একজন আটক ।

আমারদেশ২৪ ডেস্কঃ

শুক্রবার , ৪ এপ্রিল, ২০২৫

চট্রগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার কলসী দিঘীর পাড় রেলবিট জোড়া খাম্বা আলাউদ্দিন কলোনিতে এক মর্মান্তিক ধর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ রবিউল (৩৫) কে আটক করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি নিজ বাসভবনে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন।

অভিযুক্ত রবিউল ভোলা জেলার স্থায়ী বাসিন্দা ও আলাউদ্দিন কলোনিতে অস্থায়ীভাবে বসবাস করছিলেন। ভুক্তভোগী শিশু একই কলোনির বশর ড্রাইভার কলোনির বাসিন্দা লাইজু বেগমের কন্যা।
ইপিজেড থানার ওসি মোঃ আখতারুজজামান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, রবিউল সেদিন সন্ধ্যায় ঐ শিশুসহ আরেক ১০ বছরের মেয়েকে নিয়ে নিজ বাসায় ডেকে নিয়ে একজনকে টাকা দিয়ে সিগারেট কিনতে পাঠান। এরপর তিনি ভুক্তভোগী শিশুকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে।

প্রতিবেশীদের কানে আওয়াজ পৌঁছাতেই রবিউল তাকে ছেড়ে দেন। পরে শিশুটির মা ও এলাকাবাসী ঘটনা জানতে পেরে রবিউলকে আটক করে পুলিশে খবর দেন। ৯৯৯ কলের পর ইপিজেড থানা পুলিশ, নৌ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে অভিযুক্তকে আটক করা হয়।

ঘটনাস্থলে কথা হয় প্রত্যক্ষদর্শী ও বশর ড্রাইভার কলোনির ইনচার্জ  রহিম মিয়ার সঙ্গে। তিনি জানান, “বাচ্চাটির চিৎকার শুনে লোকজন জড়ো হলে রবিউল তাকে ছাড়ে। পরে সবাই মিলে তাকে ধরে ফেলি।”

ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইপিজেড থানার ওসি  আখতারুজজামান। এ বিষয়ে আলামত সংগ্রহ ও মামলার নথি ভুক্ত করা হচ্ছে বলে জানান তিনি।

 

 

আরও পড়ুন