জুটি হয়ে বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন ইয়াশ রোহান ও তটিনী। তাদের দুজনকে নিয়ে শোবিজে গুঞ্জন, দুজন চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি ইয়াশ ও তটিনী বলেছেন, তারা ভালো বন্ধু।
সম্প্রতি ইয়াশ রোহান-তটিনীকে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কাছাকাছি দুইজন’।
এটি নির্মাণ করেছেন মারুফ হোসেন সজীব। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘নির্মাতার চেয়ে নাট্যকার বা লেখক মারুফ হোসেন সজীবকে আমার বেশি ভালো লাগে। কাছাকাছি দুইজন নাটকের গল্পটা খুব সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছে। আর তটিনী আমার ভালো একজন বন্ধু। একটা কথা বলব, তটিনী যখন ক্যামেরার সামনে থাকে তখন সেই দৃশ্যটা সিরিয়াস হোক কিংবা ফানি কোনো দৃশ্য হোক, সে শতভাগ মনোযোগ দিয়ে করার চেষ্টা করে।’
তটিনী বলেন, ‘ইয়াশ ভাইয়ার সঙ্গে একসঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কাছাকাছি দুইজন নাটকটির গল্পটা সুন্দর, আমরা দুজনই চেষ্টা করেছি আমাদের চরিত্র ফুটিয়ে তুলতে। আশা করছি দর্শকের নাটকটি ভালো লাগবে।’ মারুফ হোসেন সজীব জানান, শিগগিরই ‘কাছাকাছি দুইজন’ প্রচারে আসবে।