নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ইসরায়েল ছাড়লেন গ্রেটা থুনবার্গ।

 

আন্তজার্তিক ডেস্ক:
মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রেটা থুনবার্গের এ দুটি ছবি প্রকাশ করেছে,

ত্রাণবাহী জাহাজ থেকে আটক হওয়া বিশ্বখ্যাত সুইডিশ জলবায়ু ও মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গ ফ্রান্সগামী একটি ফ্লাইটে ইসরায়েল ছেড়েছেন। আজ মঙ্গলবার ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গ্রেটা থুনবার্গ অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশে একটি ত্রাণবাহী জাহাজে ছিলেন, যেটি স্থানীয় সময় সোমবার (৯ জুন) ইসরায়েলি সেনারা আটকে দেয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ এক পোস্টে লিখেছে, ‘গ্রেটা থুনবার্গ ফ্রান্স হয়ে সুইডেনে ফিরে গেছেন।’ এ পোস্টে গ্রেটার বিমানে ওঠার দুটি ছবিও প্রকাশ করা হয়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বাহো মঙ্গলবার বলেন, সোমবার ম্যাডলিন নামের জাহাজটি থেকে গ্রেটা থুনবার্গের সঙ্গে আটক হওয়া অন্তত পাঁচজন অধিকারকর্মী স্বেচ্ছায় ইসরায়েল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের বিতাড়িত করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, গত রাতে আমাদের কনসাল ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক ছয়জন ফরাসি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে একজন স্বেচ্ছায় ইসরায়েল ছাড়তে সম্মত হয়েছেন এবং আজই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। অপর  ৫ জনকে বিতাড়িত করা হবে।
এর আগে সোমবার ইসরায়েলে আটক হওয়া ফরাসি নাগরিকদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসানও আছেন।

আরও পড়ুন