নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ইসলামী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

আমার দেশ ২৪ প্রতিবেদক।

বৃহস্পতিবার ২৩ জানুয়ারি২০২৫

আল আরাফাহ ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার কম্বল বিতরণ ঃ-

আনোয়ারা উপজেলার চৌমুহনী বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শাখার ব্যবস্থাপক ও এভিপি মাহাবুবুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে এবং শাখার দ্বিতীয় কর্মকর্তা ও এফএভিপি মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শাখার সম্মানিত গ্রাহক এম,এন,হুদা এন্ড সন্স এর মালিক জনাব নুরুল হুদা, নিজামি এন্টারপ্রাইজ এর মালিক জনাব রেজাউল হক নিজামী, আল মদিনা এগ্রো এর মালিক জনাব এহসানুল হক, জনাব আবুল কালাম আজাদ সহ ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিনিধিবৃন্দ প্রমুখ।শাখার ব্যাবস্থাপক মাহবুবুর রহমান চৌধুরী সংক্ষিপ্ত আলোচনা সভায় বলেন, প্রতিবছরের ন্যায় এবারও দুঃস্থ, অসহায় ও বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম সহ আল আরাফাহ ইসলামী ব্যাংক সারা বছর ব্যাপী কল্যানমুখী বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের শীর্ষ স্থানীয় ও নিরাপদ ব্যাংক হিসেবে আল আরাফাহ গ্রাহকের আস্থা ও বিশ্বাস নিয়ে এগিয়ে যাবে। এসময় আল আরাফাহ ইসলামী ব্যাংকের উত্তরোত্তর সফলতা কামনা করে ৭০০ কম্বল বিতরণ করা হয়।।

( প্রেস বিজ্ঞপ্তি)

 

 

 

আরও পড়ুন