নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ইসি সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব।

আমারদেশ ২৪ ডেস্কঃ
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুন-জুলাইয়েও জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব।আজ শুক্রবার সকালে রাজশাহীর মোহন পার্কে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। জাতীয় নির্বাচনের নিয়ে গড়িমসি করলে সরকারের প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হবে। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় বা অন্য কোনো নির্বাচনের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভারতের সব অপকর্ম শেখ হাসিনা মেনে নিতেন। ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারলেও শেখ হাসিনা সরকার নীরব থাকতো।

আরও পড়ুন