আমারদেশ২৪ ডেস্কঃ
বুধবার, ২ এপ্রিল, ২০২৫
সাতক্ষীরায় ঈদের রাতে বন্ধুরা মিলে বিষাক্ত মদ পান করায় তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন কমপক্ষে ১৮ জন। তারা আশাশুনিসহ সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়। ঈদের দিন আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের তেতুলিয়া বাজারে ঘটনাটি ঘটেছে।মৃতরা হলেন, তেতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)।
স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, ঈদের রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেঁতুলিয়া বাজারের পাশে ১৫ থেকে ২০ জন বন্ধু মিলে মদপান করেন। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার ভোরে সবাইকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। অসুস্থ ৭ থেকে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন জানান, তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষাক্ত মদ পান করে তাদের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসর (আরএমও) ডা. প্রসুন কুমার জানান, একজন মারা গেছে আমার এখানে। বাকিরা সাতক্ষীরাসহ বিভিন্ন হাসপাতালে মারা গেছে বলে শুনেছি।