আমারদেশ24.com
শনিবার১৪ ডিসেম্বর২৪
উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপদেষ্টার পদমর্যাদার খলিলুর রহমানের নেতৃত্বে কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। পরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সংলগ্ন বাংলাদেশ–মিয়ানমার মৈত্রী সড়কও পরিদর্শন করেছে।
উখিয়ায় শিবির সংশ্লিষ্ট ও প্রতিনিধি দলের সঙ্গে থাকা স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প–৪ এ/১০ ব্লকে বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই–ভাউচার শপ পরিদর্শন করে। রোহিঙ্গা শিবির–৮ ওয়েস্ট সি আইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে সার্বিক দৃশ্য দেখেন তারা। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু–দ্দৌজা বলেন, দলটি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি সংলগ্ন বাংলাদেশ–মিয়ানমার মৈত্রী সড়ক থেকে মায়ানমার সীমান্ত এলাকার সার্বিক দৃশ্য দেখেন। পরে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত লাইভলীহুড প্রকল্প পরিদর্শন করেন।