শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়, যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়েই সরকারকে সংস্কারের আহ্বান জানালেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছে এই স্বৈরাচার। রডের বদলে বাঁশ এবং সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করে তারা তাদের উন্নয়নের কাজ চালিয়েছে। আজ শনিবার সকালে দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশপ্রেমিক সকল সংগঠনকে প্রতিপক্ষ বানিয়ে তাদের উপর নির্যাতন করেছে আওয়ামী লীগ। অতীতে যারা আঘাত দিয়েছে আল্লাহ তাদের বিচার করবে। জনগণ দেশকে ভালোবাসে বলেও মন্তব্য করেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।