নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

উসমান খানের সেঞ্চুরিতে চট্টগ্রামের রানের পাহাড়।

চলতি বিপিএলের ঢাকা পর্বের শুরু থেকেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা মিলছে রান বন্যার। আজ শুক্রবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটে ২১৯ রান করেছে চিটাগং কিংস। চলতি বিপিএলে এখন পর্যন্ত এক ইনিংসে এটিই সর্বোচ্চ রানের স্কোর।
আজ শুক্রবার  টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ ইমন। তবে গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন ওসমান খান। ২১ বলে ফিফটি তুলে নেন এই পাক তারকা।
অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন গ্রাহামও। তবে ফিফটি পাননি তিনি। ২৫ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে ব্যাট চালিয়ে সেঞ্চুরির দ্বার প্রান্তে পৌঁছে যান ওসমান। ১১টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারিতে ৪৮ বলে শতক তুলে নেন এই ডান হাতি ব্যাটার।
১৫ বলে ২৮ রান করে তাকে সঙ্গ দেন মিথুন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শামীম পাটোয়ারি। তব ওসমানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮তম ওভারে ২০০ রানের কোটা পার করে চিটাগং। এরপর পিচে থাকতে পারেননি ওসমান। ৬২ বলে ১২৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।
শেষ পর্যন্ত হায়দার আলির ৮ বলের অপরাজিত ১৯ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় পুঁজি পেয়েছে চিটাগং কিংসদুর্বার রাজশাহীর হয়ে দুটি উইকেট শিকার করেন তাসিকন আহমেদ। এ ছাড়াও সোহাগ গাজী, শাইফুল ইসলাম ও রায়ান বার্ল একটি করে উইকেট নেন।

আরও পড়ুন