নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

এই বিষদাঁতগুলো উপড়ে ফেলতে হবে।

এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘এই ষড়যন্ত্রকে ঠেকানোর জন্য দুটো বিষদাঁত অঙ্কুরিত হয়েছে। এই বিষদাঁতগুলো উপড়ে ফেলতে হবে।একটা হলো মুয়ীদ ভাই। বিষ মুয়ীদ।’
তিনি বলেন, ‘আমাদের নবীন কর্মকর্তারা হয়তো তাকে জানে না। কিন্তু আমরা জানি, পারিবারিকভাবে একটা কলঙ্কিত ব্যক্তি। চাকরিজীবী হিসেবে সুবিধাবাদী হিসেবে উনি বিতর্কিত একজন কর্মকর্তা। উনি পাকিস্তান সিভিল সার্ভিসের সদস্য। উনি নিজের জন্ম ভুলে গেছেন।’
‘নিজের জন্ম পরিচয় দিতে ভুলে যায় তাকে কি বলে? আমি সেই শব্দটা উচ্চারণ করতে চাই না। আমরা ৪৮ ঘণ্টার মধ্যে এই মুয়ীদ ভাইয়ের অপসারণ চাই। সরকার যদি অপসারণ না করে কীভাবে অপসারণ করতে হবে সেই কোর্স আমাদের জানা আছে।’এ সময় সাবেক এবং বর্তমানে কর্মরতদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন