আমারদেশ২৪ ডেস্ক:
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
অতীত ইতিহাস তো পক্ষেই কথা বলছে। এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পঞ্চমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরার পথে লাল-সবুজ প্রতিনিধিরা অন্যতম ফেবারিট। দলও শিরোপা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। কেবল শিরোপা জেতার জন্যই নয়, এই টুর্নামেন্টটি এশিয়া কাপের বাছাইয়ের মঞ্চ বলে বাকি দলগুলোও দাঁতে দাঁত চেপেই টক্কর দেবে। তবে সবকিছু ছাপিয়ে সোনালি ট্রফিটা নিজেদের করে নেওয়ার দিকেই যেন উন্মুখ বাংলাদেশ।
৪ দিন পর চলতি মাসের ১৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জার্কাতায় বসবে এএইচএফ কাপ হকি প্রতিযোগিতার এবারের আসর। যেখানে শিরোপার জন্য বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও ৯টি দল লড়বে। ওই টুর্নামেন্টে খেলতে যাওয়ার এর আগে শনিবার ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন হয়। জার্সি উন্মোচনের সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে দলের প্রতি অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।