চট্রগ্রাম প্রতিনিধি:
বুধবার ০২ এপ্রিল ২০২৫
চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দশজন নিহত হয়েছেন। আজ বুধবার (২ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মনজুর হোসেন বলেন, কক্সবাজারগামী মাইক্রোবাসটির সঙ্গে চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহী সাতজনের মৃত্যু হয়। তিনজন আহত হন। তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।মনজুর বলেন, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয়। এতে প্রথম মাইক্রোবাসে থাকা বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, যার মধ্যে গাড়িচালকও ছিলেন। এছাড়া, হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা যান।
এর আগে এই সড়কে ৩১ মার্চ ঈদের দিন বাস ও মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিলেন। গতকাল মঙ্গলবার একই স্থানে দুইটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন। একের পর এক সড়ক দুর্ঘটনায় এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।