নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রামগতিতে জাতীয় পার্টির স্মরণসভা পন্ড। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর। তাহিরপুরে বালু বোঝাই স্টিলবডি নৌকাসহ দু’জন আটক। একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক ঢুকে পড়ছে। উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের হাতে ১১টি মহিষ জব্দ । শহিদ আবু সাইদ হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান পরিবারের সদস্যরা। রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ করে শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ লাখ শিশু। জুলাইয়ে তরুণরা যা করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত।

একদিনে রেকর্ড সংখ্যক মানুষের ওমরাহ পালন।

আমারদেশ২৪ ডেস্কঃ

রবিবার , ৯ মার্চ, ২০২৫

মক্কায় একদিনে রেকর্ড সংখ্যক মানুষ ওমরাহ পালন করেছেন। গত বুধবার সেখানে প্রায় পাঁচ লাখ মানুষ ওমরাহ পালন করেন। এই নজিরবিহীন উপস্থিতি সেখানের নিরাপত্তা ও সহজ চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে উন্নত ব্যবস্থাপনার গুরুত্বকে তুলে ধরেছে।

ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়ায় গ্র্যান্ড মসজিদ ও প্রোফেট মসজিদবিষয়ক জেনারেল অথরিটি মসজিদের প্রধান প্রবেশপথে স্মার্ট সেন্সর ও উন্নত ক্যামেরা ব্যবহার করে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো রিয়েল–টাইমে ওমরাহ পালনকারীদের গতিপথ ট্র্যাক করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অপটিমাইজিং ক্রাউড ডিস্ট্রিবিউশন করা যাতে অপারেশনাল সক্ষমতা বাড়ে।

নতুন স্থাপিত স্মার্ট ক্যামেরাগুলো প্রবেশের গতিবিধি শনাক্ত করছে। যাতে ভিড়ের স্থানগুলোর তাৎক্ষণিক পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ সম্ভব হয়। রিয়েল–টাইম ও তথ্যের ওপর নির্ভর করে সিস্টেমটি কৌশলগত সিদ্ধান্ত গ্রহণকে সহজতর করছে, যাতে মুসল্লিদের প্রবেশ ও প্রস্থান নির্বিঘ্নে নিশ্চিত করা যায়।

এই উদ্যোগটি ভিড় ব্যবস্থাপনার উন্নতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, বিশেষ করে যখন মসজিদে রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হচ্ছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে, প্রযুক্তিটি প্রধান প্রবেশপথগুলোতে সংযুক্ত করা হয়েছে, গ্র্যান্ড মসজিদের ভেতরে ভিড় পর্যবেক্ষণ ও চলাচল নিয়ন্ত্রণ আরও উন্নত করার জন্য ধীরে ধীরে তা সমপ্রসারণের পরিকল্পনা রয়েছে।

 

 

আরও পড়ুন