একসঙ্গেই আছেন অভিষেক-ঐশ্বরিয়া
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
গত বছরের শুরু থেকেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসার ভাঙনের গুঞ্জন চলছিল। তবে নতুন বছরের শুরুতে ছুটি কাটিয়ে স্পষ্ট করলেন একসঙ্গেই আছেন অভিষেক-ঐশ্বরিয়া। পরিবারের সাফল্য, কৃতিত্ব এবং গৌরবের বোঝা ক্যারিয়ারে শুরু থেকেই নাকি বয়ে বেড়াচ্ছেন অভিষেক।
অভিষেক বলেন, ‘এটি কখনোই সহজ নয়। কিন্তু ২৫ বছর ধরে একই প্রশ্ন শুনেছি। আপনি যদি আমাকে আমার বাবার সঙ্গে তুলনা করেন, আপনি আমাকে সবচেয়ে সেরা অভিনেতার সঙ্গে তুলনা করছেন। আপনি যদি আমাকে সেরাদের সঙ্গে তুলনা করেন, তা হলে আমি বিশ্বাস করি যে সম্ভবত আমি এই মহান নামগুলোর মধ্যে বিবেচিত হওয়ার যোগ্য।’
অভিষেক বলেন, ‘আমার মা-বাবা, স্ত্রী এবং পুরো পরিবারের কৃতিত্বে অর্জন করেছেন তা নিয়ে অত্যন্ত গর্বিত।’ অভিষেক বচ্চনকে আগামীতে সিদ্ধার্থ আনন্দের কিং সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন-সুহানা খান ও অভিষেক ভার্মা। এ ছাড়াও রেমো ডি’সুজার ‘বি হ্যাপি’ সিনেমায় দেখা যাবে অভিষেককে।