বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচির চলাকালে মারামারি ও হামলার ঘটনা ঘটেছে। এতে অনেকে আহত হয়েছেন।গতকাল বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এ ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫ দফা দাবিতে গত বুধবার সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন।
পরে বেলা পৌনে ১২টার দিকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে এক দল মানুষ পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যায়। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে কর্মসূচিটি ছিল পূর্বনির্ধারিত। তাদের ব্যানারে সমবেত মানুষরা এনসিটিবির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়।
তখন ২ পাশ থেকে ২ পক্ষ পরস্পরবিরোধী স্লোগান দিচ্ছিল। দুপুর ১টার কিছু সময় পর স্টুডেন্ট ফর সভরেন্টির ব্যানারে কিছু লোক সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আসা মানুষের ওপর হামলা চালান।
এতে সাংবাদিকসহ অনেকে আহত হন। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে দুই পক্ষকে সরিয়ে দিয়ে এনসিটিবি ভবনের সামনে অবস্থান নেয়। তবে ২ পক্ষেরই দাবি, তাদের ওপর হামলা হয়েছে।