নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

এবারের ঈদটা ফারিণের জন্য অন্যরকম।

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ০১ মার্চ, ২০২৫
এবারের ঈদটা তাসনিয়া ফারিণের জন্য অন্যরকম বিশেষ দিনটি কাটাচ্ছেন সুদূর বিলাতে। সেখানে যাওয়ার আগে লাগেজভর্তি জিনিসপত্র নিয়ে গেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।তাসনিয়া ফারিণের স্বামী রেজওয়ান যুক্তরাজ্যের বার্হিংহামে থাকেন। তিনি সেখানে চাকরি করেন। তার আত্মীয় স্বজনরাও সেখানে থাকেন। মূলত স্বামীর জন্যই লন্ডনযাত্রা ফারিণের।
তাসনিয়া, জানান, ঈদের আগে স্বামীর কাছে যাওয়ার উপলক্ষ্যে লাগেজ ভরে নানা কিছু নিয়ে যেতে হয়েছে। নিজে যেমন কেনাকাটা করেছেন, স্বামীর জন্য তেমনি শেখ রেজওয়ানের মা–বাবা এবং শ্বশুর–শাশুড়ির দেওয়া জিনিসপত্রও নিয়ে গেছেন তিনি।
৮ বছরের সম্পর্কের পর ২০২৩ সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। যখন ফারিণ কলেজে পড়তেন, তখন থেকেই তাদের মধ্যে সম্পর্ক। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে থেকেই বন্ধুত্ব ছিল ফারিণ আর রেজওয়ানের। ফারিণ দেশে অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও রেজওয়ান যুক্তরাজ্যে চাকরি করেন। বিয়ের পর একবার তারা দুজন ঈদ উদ্‌যাপন করেন তুরস্কে। এবার যুক্তরাজ্যে কাটবে।
লন্ডনযাত্রা উপলক্ষ্যে তাসনিয়া ফারিণ বলেন, এখানে আসার আগে অনেক কিছু নিয়ে আসছি। পাঞ্জাবি, শার্টসহ যা যা আছে। আম্মু ইলিশ মাছ ভেজে বক্সে করে পাঠিয়েছেন। রেজওয়ানের বাসা থেকে কোপ্তা রান্না করে দিয়েছে। আচার বানিয়ে পাঠিয়েছে। মসলাপাতি যা যা আছে সবই নিয়ে আসা লাগছে। লাগেজে এমন অবস্থা, আমার কিছুই ছিল না, সবই আমার স্বামীর। লন্ডনে এখন ঠান্ডা, তাই ওর পাঞ্জাবি কেনার ক্ষেত্রে মোটা কাপড়ের কিনতে হয়েছে। তা ছাড়া এখানে কেউ কালারফুল কিছু পরে না, তাই হালকা রঙের কাপড় নিয়েছি।
বিয়ের আগের ঈদ আর এখনকার ঈদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান—এমন প্রশ্নে ফারিণ বলেন, ‘পার্থক্য বলতে আমি তো এখন লন্ডনে। সে হিসেবে বলতে পারি, এটা তো অবশ্যই ভিন্ন রকম। আমার পরিবার ঢাকায়, তাঁদের সঙ্গে ঈদ করা হচ্ছে না। এখানে আমার মামা-মামি আছেন, তাঁদের এখানেই আছি। ঈদ তাদের সঙ্গে হবে। এরপর স্বামীর সঙ্গে তার বাসায় যাব।’
জানা গেছে, মাসখানেক যুক্তরাজ্যে থাকার পর বাংলাদেশে ফিরবেন তাসনিয়া ফারিণ। এরপর মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের শুটিং শুরু করবেন। ‘ইনসাফ’ নামের সেই ছবির পরিচালক সঞ্জয় সমাদ্দার। ইনসাফ ছবির আগেই এবারের ঈদে এই অভিনেত্রীর একটি ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে। কাজল আরেফিন অমি পরিচালিত ‘হাউ সুইট’ নামের এই ওয়েব ফিল্মে তাঁর সহশিল্পী অপূর্ব। এরই মধ্যে হাউ সুইট ছবির ট্রেলার এবং গান প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন