নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

এবার ভারত হাসিনাকে ফেরত দেবে, আশা মির্জা ফখরুলের।

শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

শেখ হাসিনা ফ্যাসিস্ট প্রমাণিত হওয়ায় ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে আশা করছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রত্যাশার কথা বলেন।

তিনি বলেন, আমি ধন্যবাদ জানাতে চাই, জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছিলেন, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টকে আমি ধন্যবাদ জানাতে চাই, তারা সঠিকভাবে বলেছেন যে, একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যে গণহত্যা হয়েছে, তার নির্দেশে হয়েছে এবং যত

মানবাধিকার লঙ্ঘন যা কিছু হয়েছে সব তার নির্দেশে এখানে হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করেদেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া… আজকে সেটাই রিপোর্টে ফুটে উঠেছে যে তার নির্দেশেই হয়েছে। খবর বিডিনিউজের।

ওই গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গতবছরের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন দমাতে গণহত্যা চালানোর অভিযোগে ইতোমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর জন্য ইতোমধ্যে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে ভারত সরকার এখনও তার জবাব দেয়নি।

ফখরুল বলেন, এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এদেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন এবং তাকে (শেখ হাসিনা) অবিলম্বে… আমরা আজকে এখান থেকে তাই বলছি… ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাকে এবং তার সহযোগী যারা ছিল তাদের সবাইকে; এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।

 

আরও পড়ুন