বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫
সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তুরস্কের রাজধানী আঙ্কারার পৌঁছেছেন।
মঙ্গলবার আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তুর্কি ও সিরিয়ার দুই শীর্ষ নেতার মধ্যে স্থানীয় সময় দুপুর ২টা থেকে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে, তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান আহমেদ আল-শারার স্ত্রী লতিফ আল-দুরুবির সাথে দেখা করেছেন।এরদোগানের আমন্ত্রণে আঙ্কারা সফরের অংশ হিসেবে সিরিয়ার প্রতিনিধিদলের নৈশভোজ ও প্রেসিডেন্ট কমপ্লেক্সে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ কথা রয়েছে।
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করতে সরকারবিরোধী গোষ্ঠীগুলোর নেতৃত্বদানকারী আহমেদ আল-শারাকে গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।
প্রায় ২৫ বছর ধরে সিরিয়া শাসন করা বাশার আল আসাদ গত বছরের ৮ ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। এর ফলে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে।