নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টাইগারদের।

সেন্ট ভিনসেন্টে সিরিজের শেষ ম্যাচে উইন্ডিজদের উড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

 আজ শুক্রবার সকালে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন জাকের আলি। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

স্কোরবোর্ডে ভালো পুঁজির পর এদিন বল হাতেও শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। দলীয় ৭ রানের মাথায় ক্যারিবীয়দের দুই ব্যাটারকে সাজঘরে ফেরায় বাংলাদেশ। এরপর কিছুটা বিপদজনক হয়ে ওঠা শুরু করেন নিকোলাস পুরান ও জনসন চার্লস। তবে তাদের খুব বেশি সময় উইকেটে টিকতে দেননি শেখ মাহেদী।

পুরানকে ১৫ রানে ফেরানোর পর রিশাদের দুর্দান্ত এক থ্রুতে রানআউট হন বিপদজনক হয়ে উঠা চার্লস। খানিক পর পাওয়েলকে ফেরান রিশাদ। ৬০ রানে ৬ উইকেট নেই ক্যারিবীয়দের। এরপর রোমারিও শেফার্ড ও গুদাকেশ মতি কিছুটা লড়াইয়ের আভাস দিলেও তাদের সুবিধা করতে দেননি রিশাদ। ৩৫ রানের এই জুটি ভাঙার পর ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। রিশাদের শিকার ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও শেখ মাহেদী।

টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাইয়ের শিকার হতে হয়েছিল বাংলাদেশকে। টি-টোয়েন্টিতে সেটার শোধ তোলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। লিটন দাসের দল সেই কাজটিই করে দেখিয়েছে।

 

আরও পড়ুন