নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রামগতিতে জাতীয় পার্টির স্মরণসভা পন্ড। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর। তাহিরপুরে বালু বোঝাই স্টিলবডি নৌকাসহ দু’জন আটক। একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক ঢুকে পড়ছে। উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের হাতে ১১টি মহিষ জব্দ । শহিদ আবু সাইদ হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান পরিবারের সদস্যরা। রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ করে শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ লাখ শিশু। জুলাইয়ে তরুণরা যা করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ব্র্যাথওয়েইট।

স্পোর্টস ডেস্ক

বুধবার ০২ এপ্রিল ২০২৫

৪ বছরের দায়িত্ব শেষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েইট। ওয়ানডে অধিনায়ক শাই হোপকে টি২০ দলেরও দায়িত্ব দেয়া হয়েছে।৩২ বছর বয়সী ব্র্যাথওয়েইট শততম টেস্ট খেলতে আর মাত্র দুই ম্যাচ বাকি রয়েছে। গত বছর ব্রিসবেনে ৮ রানে জয়ের মাধ্যমে ব্র্যাথওয়েইটের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২৭ বছর পর প্রথম টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করেছিল।

এ বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের মাধ্যমে প্রায় ৩৫ বছর পর ব্র্যাথওয়েইটের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ জয় ছিনিয়ে নেয়। নির্ভরশীর এই ওপেনিং ব্যাটার টেস্টে ১২টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরিসহ ৩৩ গড়ে ৫৯৩৫ রান সংগ্রহ করেছেন।

ধৈর্য্যশীল ব্যাটিংয়ের জন্য ব্র্যাথওয়েইটের জনপ্রিয়তা রয়েছে। ২০২২ সালে বার্বাডোসে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়য়ে ১৬ ঘন্টা ব্যাটিং করেছিলেন। তার উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ ড্র নিয়ে মাঠ ছাড়ে।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক মিলেস বাসকোম্বে বলেছেন, ‘ক্রেইেগ ব্র্যাথওয়েইট আমাদের টেস্ট দলের অন্যতম দুর্দান্ত একজন নেতা। দলে তার অবদান অনস্বীকার্য। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ বেশ কিছু স্মরণীয় মুহূর্তের সাক্ষ্মী হয়েছে।’

২০২৩ সালে টি২০ অধিনায়ক হিসেবে ব্র্যাথওয়েইটের স্থলাভিষিক্ত হয়েছিলেন রোভমান।৩১ বছর বয়সী হোপ ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১৩৩টি ওয়ানডে ও ৩৯টি টি২০ ম্যাচ খেলে ৬ হাজারেরও বেশি রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে তার ১৭টি সেঞ্চুরি রয়েছে।

 

আরও পড়ুন