নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল নারীর।

আমারদেশ ২৪

শুক্রবার , ৭ মার্চ, ২০২৫

কক্সবাজারের ঈদগাঁওতে বন্যহাতির আক্রমণে আনোয়ারা (৫১) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী চাকার দোকান গ্রামের বাসিন্দা।

গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও উপজেলার নাপিতখালী বিটের মোজাহেরঘোনা এলাকায় জমি থেকে কাজ শেষে ফেরার পথে বন্যহাতির আক্রমণের শিকার হন আনোয়ারা।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। ৭দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তিনি মারা যান। এ ঘটনায় তার সঙ্গে থাকা রুপবান নামের এক নারী প্রাণে রক্ষা পান।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুরুল হুদা নকশা বলেন, “আনোয়ারা বেগম বর্গা জমিতে কাজ করতেন। ঘটনার দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্যহাতির হামলায় গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।”

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, “এটি দুঃখজনক ঘটনা। ভুক্তভোগীর পরিবারকে লিখিত আবেদন করতে বলা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বন বিভাগকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।

 

 

আরও পড়ুন