নিজস্ব প্রতিবেদকঃ
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থার মার্কিন এক নারীকে শ্লীলতাহানি দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের শহীদ সরণীস্থ কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এই তথ্য নিশ্চিত করেন কক্সবাজারে নবাগত পুলিশ সুপার সাইফদ্দীন শাহিন।এসময় তিনি বলেন, কোন ক্রিমিনাল এর পক্ষে তদবির মেনে নেওয়া যাবে না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা দরকার।
এ ঘটনায় গ্রেপ্তার তারেকুর রহমান প্রকাশ সোইল্যা তারেক (৩০) কক্সবাজার শহরের মোহাজের পাড়া মোহাম্মদ ফরিদের ছেলে।
ভূক্তভোগী নারী মার্কিন নাগরিক। তিনি স্বামীর সঙ্গে কক্সবাজার থাকেন। তার স্বামী আন্তর্জাতিক সংস্থা- ইউএন ওমেন এর কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত।
সাইফউদ্দীন শাহীন বলেন, স্বামীর সঙ্গে কক্সবাজারে অবস্থানকারি মার্কিন এক নারী ও তার অপর এক সহকর্মীকে সাথে নিয়ে সোমবার সকাল দশটার দিকে শহরের ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সময় ঘটনাস্থলে ওই যুবক গতিরোধ করে ঝাপটে ধরেন। একই সঙ্গে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। ঘটনার পরপরই ভূক্তভোগী ওই নারী বিষয়টি থানায় অভিযোগ করেন।
‘ঘটনাটির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত যুবককে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে বিকেল চারটার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে অভিযুক্ত তারেককে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।’
ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা জানতে পুলিশ গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানান জেলা পুলিশ সুপার।এদিকে, গ্রেপ্তার যুবক তারেকের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশিরা। ওই দিন পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে ওই মামলায় জামিনে বের হয় তারেক।