জেলা প্রতিনিধি:
বুধবার , ২ এপ্রিল, ২০২৫
কক্সবাজারে বেড়াতে এসে সমুদ্র সৈকতে ফুটবল খেলতে গিয়ে ঘোড়া চালকদের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে একদল পর্যটকের উপর হামলা করেছে ঘোড়া চালকরা।
ঈদের দ্বিতীয় দিন (০২ মার্চ মঙ্গলবার) সমুদ্র সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সন্ধ্যায় অভিযান চালিয়ে হামলাকারী এক ঘোড়া চালককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপের মাহমুদ এই তথ্য জানান।
এদিকে হামলার এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, সমুদ্র সৈকতে অবস্থান করা একদল পর্যটকদের হামলে পড়েছে একদল ঘোড়া চালক। এক পর্যায়ে ২জন পর্যটকে উপর্যুপরি হামলা করছে ঘোড়া চালকরা৷ এর মধ্যে ৩ জন ঘোড়া চালক ২ জন পর্যটককে ঘুষি ও চড়-তাপ্পড় মারছে। ভয়ে পুরো পর্যটক দল ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ঘটনাটি জানার পর থেকে হামলাকারীদের ধরতে অভিযান শুরু করে পুলিশের একাধিক টিম। এক পর্যায়ে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।অন্যদিকে এই ঘটনায় ঘোড়া চালক সমিতি নেতৃবৃন্দকে তলব করা হয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের ঘোড়া চালনা নিষিদ্ধ করা হয়েছে।