কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জমান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় এই কনটেন্ট ক্রিয়েটরের বাড়িতে মঙ্গলবার দিবাগত (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.ইলিয়াস হোসাইন। তিনি বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কাফির বাড়িতে আগুন লাগার খবর পাই আমরা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে।’
বাড়ির সবাই নিরাপদ আছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বাড়ির পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদ ও অক্ষত আছেন।’
কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, ‘আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এই নেক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা।’
প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, ‘আমরা আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের সাথে আমরাও আগুন নিয়ন্ত্রণের কাজে নামি। এটা সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। কারণ, জানালার বাহির থেকে ছিটকিনি লাগানো ছিল। সবাই খালি কাপড়ে নেমে পড়েছেন। কোনো রকমের জানে বেঁচে গেলেন।’
এদিকে ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে কাফি লিখেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্না-ঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি! নিরাপত্তা পাইনি।’
এদিন সকাল ৭টার দিকে আরেকটি হুঁশিয়ারি স্ট্যাটাস দেন তিনি। কাফি লিখেন, ‘আজ (বুধবার) সকাল ১১টায় আমার পোড়া বাড়িতে কলাপাড়া থানা এবং পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হব—আমিই বিপ্লবী সরকার হব।’
প্রসঙ্গত, কাফির বাড়ি বরিশালের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তিনি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরি করে আসছেন। বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত তার ভিডিওগুলোতে হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সময়ের সংকট, অসামঞ্জস্য, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসে।
সম্প্রতি কাফির লেখা একটি বই প্রকাশ হয়েছে, যা এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে। তবে মেলার শুরু থেকেই তিনি নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন।