- [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
শনিবার ,৫ এপ্রিল, ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলীতে চোরাই সিএনজি অটোরিকশাসহ মো. আবুল কালাম (৩৩) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকা থেকে একটি চোরাই সিএনজিসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তার আবুল কালাম চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকার উকিল নুর মিয়া বাড়ির বাসিন্দা আরব মিয়ার ছেলে। পেশায় তিনি একজন সিএনজি চালক হলেও দীর্ঘদিন ধরে তিনি চোরাই সিএনজি কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ওসি মুহাম্মদ শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল কালামকে একটি চোরাই সিএনজিসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে চোরাই সিএনজি সংগ্রহ করে সেগুলো বিক্রি করত। তার বিরুদ্ধে পটিয়া, সাতকানিয়া, সীতাকুণ্ডসহ একাধিক থানায় চুরি ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আটক আবুল কালামের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নতুন করে মামলা দায়ের করে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।