নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কর্ণফুলীতে নকল ‘রূপচান্দা’ তেলের কারখানার সন্ধান, জব্দ।

আমার দেশ ২৪

সোমবার ০৩ মার্চ ২০২৫

পবিএ মাহে রমজান মাসকে সামনে রেখে চট্টগ্রামের  কর্ণফুলী উপজেলার সৈন্যেরটেক এলাকায় অনুমোদনহীনভাবে বোতলজাত করা চার হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। নকলচক্রটি বাজারের জনপ্রিয় ব্র্যান্ড “রূপচান্দা” সয়াবিন তেলের হুবহু মোড়ক নকল করে বাজারজাত করছিল।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা না টাঙানো এবং অতিরিক্ত দামে লেবু, সবজি ও ফলমূল বিক্রির অপরাধে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৪টি মামলা দায়ের করা হয় এবং মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল রোববার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসন, চট্টগ্রামের নির্দেশে কর্ণফুলীর ব্রীজঘাট বাজার এলাকায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। অভিযানে সহযোগিতা করেন কর্ণফুলী থানার এসআই ফিরোজ ও তার পুলিশ টিম।

বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিভিন্ন দোকানে সহজে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না, আর পাওয়া গেলেও ব্যবসায়ীরা সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করছিলেন। এমনকি নকল ব্র্যান্ডের তেলও বাজারজাত করা হচ্ছিল।এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না।

 

 

আরও পড়ুন