নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রামগতিতে জাতীয় পার্টির স্মরণসভা পন্ড। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর। তাহিরপুরে বালু বোঝাই স্টিলবডি নৌকাসহ দু’জন আটক। একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক ঢুকে পড়ছে। উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের হাতে ১১টি মহিষ জব্দ । শহিদ আবু সাইদ হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান পরিবারের সদস্যরা। রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ করে শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ লাখ শিশু। জুলাইয়ে তরুণরা যা করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত।

কর্ণফুলীতে বিশেষ অভিযানে ৩৭৮ কেজি জাটকা জব্দ।

 শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিশেষ অভিযানে ৩৭৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

আজ শনিবার কর্ণফুলী উপজেলার বিএফডিসি জেটি সংলগ্ন ঘাটে সী পাওয়ার-১ নামের একটি ফিশিং জাহাজ থেকে এসব জাটকা জব্দ করে সদরঘাট নৌ পুলিশ ও চট্টগ্রাম মৎস্য অধিদপ্তর।অভিযানে নেতৃত্ব দেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ।

তিনি বলেন,“জাটকা সংরক্ষণ আইন এবং নিষিদ্ধ জাল ব্যবহার রোধে সাগরে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযানের সময় সী পাওয়ার-১ ফিশিং জাহাজে অন্যান্য মাছের সঙ্গে মিশ্রিত অবস্থায় জাটকা পাওয়া যায়, যা আমরা আলাদা করে জব্দ করি।”

অভিযানে ৩৭৮ কেজি জাটকা জব্দ করা হলেও কাউকে আটক করা হয়নি বা জরিমানা করা হয়নি। পরে ম্যাজিস্ট্রেট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।অভিযানে চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ জহির, মোহাম্মদ জকির হোসেন, সদরঘাট নৌ পুলিশের এসআই সুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সদরঘাট নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে বেহুন্দি জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড় জালসহ অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে অভিযান চালায়। এসব জাল ব্যবহার করে জাটকা ধরা বন্ধে নিয়মিত অভিযান চালানোর ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ জহির বলেন, “জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান খুবই গুরুত্বপূর্ণ। জাটকা রক্ষা করতে পারলে দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্য সম্পদ রক্ষা করা সম্ভব হবে।

 

আরও পড়ুন