নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কাদা ছোড়াছুড়ি চললে সার্বভৌমত্ব বিপন্ন হবে : সেনাপ্রধান।

আমার দেশ ডেস্কঃ

বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা জানিয়ে মারামারি–কাটাকাটি আর কাদা ছোড়াছুড়ি বন্ধ করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। তা না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে হুঁশিয়ার করে তিনি বলেছেন, আমি আজকে বলে দিলাম, নইলে বলবেন সতর্ক করিনি। গতকাল মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলছিলেন সেনাপ্রধান।

একটি সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে জেনারেল ওয়াকার–উজ–জামান বলেন, তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমরা যৌথবাহিনী ড. ইউনূসের সাথে কথা বলেছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত হয়েছেন দাবি করে তিনি বলেন, প্রথমেই বলেছিলাম ১৮ মাসের মধ্যে নির্বাচনের কথা। আমার মনে হয়, সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ড. ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন। উনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন।

আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি–কাটাকাটি না করে দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে কাজ করি। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা–চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ ও জাতির দিকে খেয়াল করে সবাই যেন এক থাকতে পারি। খবর বিডিনিউজের।

কেবল এক থাকলেই এ দেশ উন্নত হবে, সঠিক পথে পরিচালিত হবে মন্তব্য করে সেনাপ্রধান বলেন, না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়তে যাব। আমরা ওইদিকে যেতে চাই না।

আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে না পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন। মারামারি কাটাকাটি করেন, দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।

জেনারেল ওয়াকার–উজ–জামান বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। এই দেশ আমাদের সবার। আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই : জেনারেল ওয়াকার–উজ–জামান বলেন, আজকে একটু স্পষ্ট করে কথা বলতে চাই। আপনাদের সবার হয়ত ভালো লাগতে নাও পারে। কিন্তু বিশ্বাস করেন, এটা যদি গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন।

কোনো ক্ষতি হবে না দেশের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা। দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে… এনাফ ওয়াজ লাস্ট সেভেন–এইট মান্থস ইজ এনাফ। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব।

 

আরও পড়ুন