কাবাডি শুধু একটি খেলা নয়, বরং এই খেলাটি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শনিবার শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমি সবসময় খেলাধুলার উন্নয়নে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পাশে থাকব। কাবাডি শুধু একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ।
তিনি বলেন, বাংলাদেশের সর্বত্র জাতীয় খেলা কাবাডিকে ছড়িয়ে দিতে নতুন উদ্যমে খুব শীঘ্রই দেশব্যাপী কাবাডি ফেডারেশনের মাধ্যমে মহাউৎসবের আভাস দেওয়া হয়েছে। এই মহাউৎসবে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমি আশ্বস্ত করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি আজ আর শুধুমাত্র ঐতিহ্যের স্মারক নয়, এটি পরিণত হয়েছে একটি কৌশলনির্ভর আধুনিক খেলায়। সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলন-পরবর্তী প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ কাবাডি নতুন প্রাণ ফিরে পেয়েছে।