নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কিশোরগন্জে মহিষ চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা।

আমারদেশ24.com
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।
আজশনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার দেওঘর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।নিহতরা হচ্ছেন- অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামের হিরা মিয়ার ছেলে নাসির মিয়া (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কচুয়া গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৩৫)।অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, মনোহরপুর এলাকা থেকে একটি মহিষ চুরি করে নৌকায় করে পালাচ্ছিলেন ওই ২ ব্যক্তি। খবর পেয়ে দেওঘর এলাকায় লুড্ডা নদীর পাড় থেকে তাদেরকে আটক করে কয়েকজন।

এই ২ জনকে আটকের পর দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে কয়েকশো উত্তেজিত জনতা তাদের উপর হামলা চালায়। তাদের গণপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মৃত উদ্ধার করে। চুরি হওয়া মহিষটি উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন