সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
কুষ্টিয়ার মিরপুরে বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় কর্মী খোকন আলী নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ সোমবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, কুষ্টিয়ার মিরপুরে ফ্যাসিবাদের দোসর জাসদ (ইনু) থেকে আসা নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামীর কর্মী খোকন মোল্লা নিহত এবং আরও ৩৫ জন নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত খোকন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদান জ্ঞাপন করছি। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
এই ঘটনায় প্রমাণিত হয়, পতিত স্বৈরাচারের দোসররা সুপরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করে ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে পতিত স্বৈচারাচারের দলীয় সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন।
অবিলম্বে কুষ্টিয়া জেলার মিরপুরে হামলার ঘটনার তদন্ত করে জড়িত সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।