শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
আজ বৃহস্পতিবার বিকাল ৪টা বাজতে মিনিট চারেক বাকি। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির মূল ফটকে গিয়ে দেখা যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম মোবাইল ফোনে থাকা তালিকা দেখে দেখে রাজনৈতিক নেতাদের ডাকছেন। তার পাশেই একটি লিখিত তালিকা নিয়ে দাঁড়ানো সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ।প্রথমেই প্রেস সচিব বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ ৩ নেতার নাম ধরে ডাকেন। কিন্তু কেউ সেখানে উপস্থিত হননি। এরপর অন্য দলের কয়েকজনের নাম ডাকলেও তাদের সেখানে দেখা যায়নি।
প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় এমন কয়েকটি দল অংশ নেয়নি। এর আগে ও-ই দলগুলো বিভিন্ন সময় প্রধান উপদেষ্টার বৈঠকে অংশ নিয়েছিল। আবার কিছু দল ঘোষণাপত্রের বৈঠকে দাওয়াতই পায়নি। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেতারা। নামকাওয়াস্তে দাওয়াতে হেয় প্রতিপন্ন করার অভিযোগও তোলেন তারা।
গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিদ্ধান্তহীনতায় থাকা বিএনপি শেষ পর্যন্ত বৈঠকে অংশ নেয়। দলের একমাত্র প্রতিনিধি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এতে অংশ নেন। অংশ নেওয়া না-নেওয়ার মধ্যে থাকা বিএনপি এ নিয়ে গতকাল দুপুরে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা করে।
যেখানে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে সালাহউদ্দিন আহমেদকে পাঠানো হয়। এর আগের বৈঠকগুলোতে বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতাকে অংশ নিতে দেখা যায়।
এ বিষয়ে গতকাল বিকালে বিএনপির একজন নেতা সময়ের আলোকে বলেন, প্রথমে দল সিদ্ধান্ত নিয়েছে, সর্বদলীয় বৈঠক বর্জন করবে। কিন্তু ঘোষণাপত্রের মতো গুরুত্বপূর্ণ ইস্যু বলে প্রতিনিধি পাঠায় দল। তবে বিএনপিকে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি পাঠিয়ে দাওয়াত দেওয়া হয়েছে বলে জানান বিএনপির এ নেতা। তিনি বলেন, দাওয়াতের প্রক্রিয়া নিয়েও নাখোশ হয় বিএনপির সিনিয়র নেতারা।
সর্বদলীয় বৈঠকে অংশ নেয়নি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বৃহস্পতিবার বিকাল ৪টার কিছুক্ষণ আগে এক বার্তায় বলেন, ‘১৬ জানুয়ারি ২০২৫, দুপুর ১টা ২৯ মিনিটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদকের ফোনে নামবিহীন খুদে বার্তা পাঠিয়ে আগামীকাল বিকাল ৪ ঘটিকায় ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে খসড়া ঘোষণাপত্র বিষয়ে আমাদের পর্যালোচনা উপস্থিত করতে বলা হয়। সঙ্গে ঘোষণাপত্র পাঠানো হয়। আমরা জানতে পারি, বৈঠকটি আগামীকালের নয়, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।’
সিপিবির সাধারণ সম্পাদক বলেন, সার্বিক বিবেচনায় খুদে বার্তায় আমরা আমন্ত্রণকারীকে জানিয়েছি, উল্লেখিত বিষয়ে পার্টিতে, আমাদের জোট বাম জোটে, এ ছাড়া স্বৈরাচার, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিবর্গের সঙ্গে পরামর্শ করে এত অল্প সময়ে গুরুত্বপূর্ণ এসব কাজ সম্পন্ন করা বাস্তবসম্মত নয়। তাই সার্বিক বিবেচনায় সিপিবির পক্ষে আজ ১৬ জানুয়ারির বৈঠকে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না।
বৈঠক বর্জন করেছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ও লেবার পার্টি। যদিও এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বৈঠক বর্জনের কোনো কারণ উল্লেখ করেননি।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামে রাজপথের রাজনৈতিক দল। গতরাত ৯টা ৫১ মিনিটে একটা এসএমএস পাঠিয়ে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে দাওয়াত দেওয়াকে আমরা অসম্মানজনক অসৌজন্যমূলক আচরণ মনে করি। তাই আজকের সভা বর্জন করার জন্য লেবার পার্টি সিদ্ধান্ত নেয়।
ঘোষণাপত্র নিয়ে আজকের প্রোগ্রামে লেবার পার্টির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে আমন্ত্রণ জানান উপদেষ্টা মাহফুজ আলম।
এদিকে গতকাল সংবাদ সম্মেলনে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, সর্বদলীয় বৈঠকের ব্যাপারে ১২ দলীয় জোট কোনো বার্তা পায়নি। আন্দোলনের অনেক অংশীজনও আজকের সর্বদলীয় বৈঠকে আমন্ত্রিত হয়নি। যেহেতু বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, আমরা আশা করেছিলাম সরকার আন্দোলনের সব অংশীজনকে সম্মান প্রদর্শনপূর্বক আমন্ত্রণ জানাবেন। এ ক্ষেত্রে আমার চরম আশাহত হয়েছি।
এহসানুল হুদা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কী হতে পারে, তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। এ ছাড়া সমমনা জোটসহ কয়েকটি দলের নেতারা সর্বদলীয় বৈঠকের দাওয়াত পাননি বলে জানান।
এদিকে বুধবার রাতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সময়ের আলোকে জানান, বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় সভা হবে। যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। তবে কাদের আমন্ত্রণ জানানো হয়েছে; সেটি সুনির্দিষ্ট করে জানাননি তিনি। রিজওয়ানা হাসান বলেন, এগুলো পলিটিক্যাল বিষয়। উপদেষ্টা মাহফুজ সাহেব ভালো বলতে পারবেন। যদিও বারবার চেষ্টা করেও উপদেষ্টা মাহফুজের বক্তব্য পাওয়া যায়নি।