নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কেমন হবে ‘সুলতানি আমলের’ ঈদ মিছিল, জানালেন :আসিফ মাহমুদ।

আমারদেশ ২৪ ডেস্কঃ
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ‘সুলতানি আমলের’ ঈদ মিছিলে থাকবে ঐরাবতও।

গতকাল বুধবার (২৬ মার্চ) ফেইসবুক পোস্টে আসিফ মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তিনি লেখেন, ‘পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি। সময় স্বল্পতা সত্ত্বেও দিনরাত কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মিছিলে আসছে ঐরাবতও, আপনি আসছেন তো।’

পোস্টের সঙ্গে আসিফ মাহমুদ একটি রাজসিক ছবিও জুড়ে দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে, ঝলমলে পোশাক পরানো দুইটি হাতি দাঁড়িয়ে আছে। তাদের পিঠে দুজন মাহুত আর সামনে বর্ণিল-রঙিন পোশাক পরে দাঁড়িয়ে আছেন আরও ৪ জন।

এর আগে, গত ২৩ মার্চ এক ফেইসবুক পোস্টে আসিফ মাহমুদ জানিয়েছিলেন, সুলতানি আমলে ও পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঢাকাবাসীর ঈদে বাড়তি আনন্দ যোগ করত ঈদ মিছিল। এই সংস্কৃতিকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবার রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে।
সে পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই।

এবারের ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হত। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এই উদ্যোগের অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলার পুরাতন মাঠ) ঈদের জামাত হবে। ঠিক গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে তেমনি মেলা থাকবে দিনব্যাপী। নামাজের পরে হবে ঈদ আনন্দ মিছিল। আনন্দপূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনের কোনো অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে।

আসুন নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। এবারের ঈদটা একসাথে উদযাপন করি। নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে।

আরও পড়ুন