নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কৌশানিকে দেখা যাবে চুম্বন দৃশ্যে।

 বিনোদন ডেস্কঃ
শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
আগামী ১১ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত ও কলকাতার আলোচিত নায়িকা কৌশানি মুখার্জি অভিনীত ‘কিলবিল সোসাইটি’ সিনেমাটি। সম্প্রতি সিনেমাটিতে নিজের কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন এই নায়িকা। সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমির সঙ্গে তুলনা করলেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা কে!

এই সিনেমায় পরমব্রত আর কৌশানিকে দেখা যাবে চুম্বন দৃশ্যে যদিও এর আগে প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গেও কখনো চুম্বন দৃশ্যে দেখা যায়নি তাকে। তবে চিত্রনাট্যের জন্য জরুরি ছিল এই চুম্বন দৃশ্য। তাই গল্প শোনার পর আর না করেননি কৌশানি।

সেই চুম্বন দৃশ্য নিয়ে কৌশানি বলেন, ‘চুম্বন দৃশ্যের জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হয়নি। সেটে ‘ইন্টিমেসি কো-অর্ডিনেটর’ থাকেন। স্বাচ্ছন্দ্য হতে অনেকটা সাহায্য করেছেন তিনি। শটের আগে আমি ভীষণ চাপে ছিলাম। সকাল থেকে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কারও সঙ্গে কথা বলছিলাম না। আমার বিপরীতে পরমদা। পরমদা তো ইমরান হাশমি, দারুণ চুমু খায়। পর্দায় অনেককে চুমু খেয়েছে। তবে সৃজিতদাকে বলে রেখেছিলাম, এটা যেন এক টেকেই হয়ে যায়। এই দৃশ্যের রিটেক করা যাবে না।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখন এটা অনায়াসে বলতে পারি, আমার অভিনীত সেরা চরিত্র এটি। পর্দায় ঠোঁটঠাসা চুমু খাওয়া নিয়ে আমার এত বিরোধিতা সেই জায়গায় নিজেকে মানিয়ে নিয়েছি এই চরিত্রের জন্য। এর আগে কিন্তু বনির সঙ্গেও পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করিনি।’

প্রসঙ্গত, পরমব্রত-কৌশানি ছাড়াও ‘কিলবিল সোসাইটি’ সিনেমায় অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, সৌমেন চক্রবর্তী প্রমুখ। ২০১২ সালে নির্মিত ‘হেমলক সোসাইটি’র আদলে সিনেমাটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। আগের ছবিতে নায়িকা ছিলেন কোয়েল মল্লিক।

আরও পড়ুন